Hot Posts

6/recent/ticker-posts

ঐকশ্রী স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে।কবে পাবো স্কলারশিপ এর টাকা।ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন চেক

 ঐকশ্রী স্কলারশিপ এর আবেদন করার যোগ্যতা।




১.এই স্কলারশিপ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।


২.ক্লাস ১থেকে ১০ অবধি প্রেমাট্রিক স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে ।

এবং ১১ থেকে ১২ পোস্ট মেট্রিক এর জন্য আবেদন করতে পারবে।


৩.ক্লাস ১থেকে ১০ পর্যন্ত পাবে ১৫০০ টাকা। ও ১১ থেকে ১২ পাবে ৩০০০ টাকা।



২০২১ যারা টাকা পায়নি তারা কি টাকা পাবে?



২০২১এ যে সমস্যা টা হচ্ছে তা হলো ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ।

ওই খানে গিয়ে bank account detalis erorr দেখাচ্ছে।

আর এই প্রবলেম টা হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ছাত্র ছাত্রীদের। মনে প্রিমাট্রিক স্কলারশিপ এ এই প্রবলেম টা হচ্ছে।

তো তোমাদের জানিয়ে রাখি চিন্তা করার কোনো দরকার নেই।

এই প্রবলেম আসছে কারণ ব্যাংক account এর কোনো একটা ম্যাচ করছে না তার জন্য (1.IFSC CODE।2. ACCOUNT NUMBER)। দুটির মধ্যে কোনো একটা ভুল হলেই এই প্রবলেম টা দেখাবে ।এই সমস্যার সমাধান ও রয়েছে।


 

যার যার এই প্রবলেম টা হয়েছে তাদের মোবাইল এ একটা ম্যাসেজ আসবে এবং ওই ম্যাসেজ এ একটা লিংক দেয়া থাকবে ।সেই লিংক ক্লিক করে আপনারা সরাসরি crectaion এ পৌঁছে যাবেন ।



ওই খানে আপনার account detail ta change' করে একটা bank account er photo add করে দেবেন।

তারপর কিছু দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে।


ঐকশ্রী ওয়েব সাইট এ ঢুকে আপনি ওপরের ফটো এর মতো দেখতে পাবেন।সেই খানে ট্রাক apliction করবেন ।তার পর district select করবেন।তারপর আপনার registration I'd দেবেন।dob দেবেন তার পর captch কোড দিবেন।।তারপর submit করবেন।
















আর যদি কারো অন্য প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্স a জানাবেন ।

আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করতে।

Post a Comment

0 Comments