মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

                   স্বাস্থ্য ও শারীর শিক্ষা

                                 তৃতীয় শ্রেণী 

1। নিচের শব্দগুলির থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো;

ক) জল সংরক্ষণ।         

1। অন্তত একবার পরীক্ষাগড়ে পানীয় জলের পরীক্ষা দরকার।

খ) বৃষ্টির জল ব্যাবহার করা যায় জানি কত ভাবে।

গ) বৃষ্টির জল ধরে রেখে হবে জল এর তো জীবন

D) গরমটা এসে জলের।  অভাবে    মানুষ কাঁদে যে কত।

চ) পানীয় জলের করা।   অপচয়   মোটেই কাম্য নয়।

ছ) জলই জীবন সকলের মনে হয় আজ বধদোই



২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

ক) জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়

উত্তর:-১. পান করার কাজে ২. রান্নার কাজে ৩. চাষবাসের জন্য 

খ) জলে কি কি বেঁচে থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে?

উত্তর:- পোকামাকড়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ও বিভিন্ন জীবাণু।

গ) কি কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়?

উত্তর:- বিভিন্ন খাল কেটে ,পুকুর খনন করে,


৩। নিচে যোগাসন ভঙ্গিগুলি চীনে ছবির নিচে ফাঁকা ঘরে নাম লেখ?


ক) যোগাসন। খ) পদ্মাসন।








           মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

                          বাংলা ( প্রথম ভাষা)

                                 তৃতীয় শ্রেণি 

১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও!

১.১ গাঁয়ের লোক হাপ ছেড়ে বাঁচলো। কখন গাঁয়ের লোক হাত ছেড়ে বাঁচলো?

উত্তর:- সরকারের লোক যখন নদীতে সোনা পেল কিন্তু খুব অল্প পেল তার ফলে তারা পাততাড়ি গুটিয়ে তাপ উঠিয়ে দিনটা চলে গেল সেই দিন গাঁয়ের লোক হাপ ছেড়ে বাঁচল।

১.২ জীবনভর শব্দের অর্থ কি ?শব্দ ব্যবহার করে একটি বাক্য রচনা করো!

উত্তর:-  সারাজীবন।
সারাজীবন- কোন মানুষ সারা জীবন বাঁচতে পারে না।

১.৩ এবার কি মনে করে?এ প্রশ্নের উত্তর শ্রোতা কি বলেছিলেন?

উত্তর:-

১.৪ আমি তবে 100 টা দারা টি পালতুলে দুই চারটে পাঁচটা ছটা- কেন এমনটি কথক করতে চাই?

উত্তর:-কারণ কবি কেবলমাত্র সাত সমুদ্র তেরো নদী পার একবার যেতে চাই

১.৫ সেক্সটান্ট এর কাজ কি?

উত্তর:-

১.৬ পর্যটন কবিতায় মহেশ দাস এর গন্তব্য কোথায়?

উত্তর:- শ্যামবাজার

১.৭ এমনকি বুড় লোকের উপকারে আসত গাছেরা - তারা কিভাবে বুড়া লোকের উপকারে আসত?

উত্তর:-তার জন্য পুরো লোককে গাছের ডালে করতে হত এবং তারপর গাছেরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে

১.৮ শানুর বাবা বলছিল কথাটা। --- কথাটি কি?

উত্তর:-

১.৯ তালগাছকে বলে তাদের ডাকে-- তাল গাছ কাদের ডাকে?

উত্তর:- বাবুই পাখিদের ডাকে

২. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ।

২.১ সংস্কৃতির দিদিমনির নাম রেখেছেন নদীমাতৃকা।- কেন তুমি এমন নাম রেখেছেন?

উত্তর :-সোনা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে বেলা এক ঘণ্টা এবং একঘন্টা তার জন্য দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা।

২.২ ভালো তো নয় বাঁকা/ সোজা সহজ পথ এর থেকে।--কথাটির তাৎপর্য কি?

উত্তর:-মানে নদী সোজা পথে না গিয়ে সব সময় বেঁকে চলে যায় তার জন্য এই কথাটি বলা হয়েছে।

২.৩ মনু আমার কথা শুনে হেসে ফেলল।----- কোন কথায় শুনে মনু হেসেছে

উত্তর:-সকাল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামুদর দামোদর স্টেশন সেখানে তারা দেখেছে কাদাখোঁচা দেখেছি মেচো বক দেখেছি। এই কথা শুনে

২.৪ গল্প বলব তোমার কোলে এসে-- লেখক কোন গল্প  শোনাতে চাই?

উত্তর:--রাজপুত্র ও পক্ষীরাজের গল্প বলবে ও সব নিয়ে সারা ভ্রমণের গল্প বলতে চেয়েছেন।

২.৫ তখন পৃথিবী ছিল অনেক সুন্দর - সে সময় গাছেরা কেন চলাফেরা করে না গল্প কিভাবে ফুটে উঠেছে?

উত্তর:-

২.৬ একা একা থাকতে নেই 'গল্পে বর্ষার রাতে কী ঘটেছিল?

উত্তর:-

২.৭ আহা আজ কি আরাম! আরাম কবিতা শিশু আরাম বোধ করে কেন?

উত্তর&-কারণ লেখক দেখেন বাবা মা শুয়ে আছে বাড়িতে। আর পুতুল নাটক করে নেচে ওঠে। একদিকে আযান শোনা যায় আবার অন্যদিকে সে আরাম শোনা যায় তার জন্য সবকিছুই ঠিকঠাক ছিল তাই খুব আরাম।

৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

৩.১ বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি?

৩.২ দ্বিস্বর কাদের বলা হয়?

স্বরগুলি একে অন্যের সাথে যুক্ত হয়ে নতুন স্বর গঠন করতে পারে। এইভাবে একাধিক স্বরের মিলনে গঠিত স্বরকে যৌগিক স্বর বলে। তবে মনে রাখতে হবে সমস্ত যৌগিক স্বর‌ই দ্বিস্বর নয়


৩.৩ বর্ণ বিশ্লেষণ কর------ 

৩.৩.১ আকাঙ্ক্ষা -

৩.৩.২ বিদ্যাসাগর

৩.৩.৩ স্বাধীনতা 

৩.৪ নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি?

৩.৪.১ অসাবধানি

৩.৪.২ বিপর্যস্ত

৩.৪.৩ অবস্থা