Hot Posts

6/recent/ticker-posts

ইন্ডিয়াতে কি ফ্রি ফায়ার বন্ধ হবে। ফ্রি ফায়ার গেম মানুষের কি কি ক্ষতি করছে।ফ্রী ফায়ার এর কুপ্রভাব গুলি কি কি। ফ্রি ফায়ার গেম কি ইন্ডিয়া সার্ভার এ বন্ধ হতে চলেছে।মুসলিম দের ফ্রি ফায়ার খেলা যাবে

 

ফ্রি ফায়ার গেম কি বন্ধ হবে     ইন্ডিয়া সার্ভার এ





ফ্রি ফায়ার হচ্ছে প্রায় সবদেশের একটা জনপ্রিয় গেম ।এই গেম টা একটা ব্যাটল রয়েল গেম এর ডাওনলোড আর প্রায় 1 বিলিয়ন প্লাস ।


ফ্রি ফায়ার হচ্ছে মোবাইল এর মধ্যে সবথেকে  জনপ্রিয় গেম।এই গেম টা বেরোনোর পর এটা এত  জনপ্রয়তা পায়নি। তার পর এর জনপ্রিয়তা বাড়তে থাকে ।আসতে আসতে এর ডাউনলোডের হয় 500 মিলিয়ন প্লাস ।তার পর বেড়ে হয় 1 বিলিয়ন প্লাস। 

এই গেম ছোট থেকে বড় সবাই এই গেম খেলে ।এই গেম তার অনেক খারাপ দিক আছে টা নিয়ে আমি আজ আলোচনা করবো  ।


এই গেমের কুপ্রভাব গুলি হলো


1।এই গেম তার প্রথম কুপ্রভাব হলো  এই গেম খেলে নেশা চরে যায় 

2। এই গেমের এত নেশা যে এই গেম অন করলে গেম খেলা চালু করলে কেউ যদি ডাকে তাহলে তার উত্তর আর দেই না। মানে এর নেশা খুব খারাপ ।কেউ ফোন করলে তার ফোন কেটে দেই এতোই নেশা এই গেমের ।

3।এই গেমের আর একটা মারাত্মক দিক হচ্ছে টাকা খরচা করা ।এই গেমের সব থেকে বড় সমস্যা হচ্ছে টাকা খরচা করা ।বাবা মায়ের টাকা কে সব শেষ করে শেষ প্রযন্ত চুরির দিকেই নিয়ে যেতে পারে।


4।এই গেম খেলে বাচ্চা রা পড়াশোনা থেকে বিরত হয়ে যাচ্ছে ।বাবা মায়ের অবাধ্য হচ্ছে।

5।বাচ্চা রা এই গেম এতোই খেলছে যে  রাত দিন কিছুই মানছেনা ।সারা সারা রাত জেগে এই গেম খেলছে।তার ফলে বাচ্চাদের ভবিষ্যতে  বড়ো ধরনের অসুখের সম্মুখীন হতে হবে।


এই গেমের কয়েকটা কুপ্রভাব এর কথা আমি বললাম এর কুপ্রভাব যদি বলতে থাকে তাহলে শেষ হবেনা তাই সংক্ষেপে আমি এর প্রভাবের কথা বললাম । এই গানটা গেমটা এত যে বাচ্চাদের ভবিষ্যতকে একদম নষ্ট করে দিচ্ছে যার ফলে বাচ্চারা তাদের ভবিষ্যৎ থেকে অনেক দূরে রয়েছে এবং তারা গেমের দিকে বেশি করে মনোযোগ দিচ্ছে তাই আমি মা-বাবাদের বলতে চাই যে তারা যেন তাদের বাচ্চাদের এখন থেকে স্মার্টফোন যেন না দেয় যদি দেয় তাহলে তারা তাদের বাচ্চদের ভবিষ্যতকে একদম দুর্দশার দিকে এগিয়ে নচ্ছে তাই আমি একটা কথা বলতে চাই তারা যেন তাদের বাচ্চাদের প্রতি সতর্ক থাকে। 


এই গেম কি বন্ধ হতে চলেছে ইন্ডিয়া সার্ভার এ

তো চলুন জেনে নিই ফ্রী ফায়ার কি বন্ধ হবে ইন্ডিয়া সার্ভার এ ?

এই গেম প্রথমে বন্ধ হওয়ার কথা ছিল বাংলাদেশে সার্ভারে মানে বাংলাদেশ এই গেমের জন্য বাংলাদেশ ছোট বাচ্চা নিজে আত্মহত্যা করে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গেম বন্ধ হবে বলে ঘোষণা করে। কিন্তু সে ঘোষণা ঘোষণা থেকে যায় কিন্তু তার সেটা বাতিল হয়ে যায় তারপর বাংলাদেশের আবারও ঘোষণা হয় যে ফ্রী ফায়ার বন্ধ হবে। তার জন্য এই গেম বাংলাদেশ বন্ধ করা হয়। তাহলে কি ইন্ডিয়াতে এই গেম বন্ধ হবে কেন হবে কারণ এই গেম খেলে ইন্ডিয়া কয়েক টি ছেলে মারা যায় । তবলি যে কি করে মারা যায় 

কয়েকটা ছেলে ট্রেন লাইন এর ধারে বসে গেম খেলছিলেন তারা কানে হেডফোন লাগিয়ে খেলছিল এমন সময়ে ট্রেন চলে আসে তারা কোন কিছু টের পায়নি আর তারা মারা যায়। এইজন্যই ইন্ডিয়াতে বন্ধ কে বলেছে আগামী 3 সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা আছে ফ্রী ফায়ার। আমি চাই যে এই গেমটা বন্ধ হয় ভালো কারণ আরও অনেক কিছু ধার্মিক জিনিস দেখা গেছে যেটাতে ধর্মকে অপমান করা হয়েছে তাই আমার মত এইযে বন্ধ করা হোক আপনাদের মত তা কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই আবার আরো নতুন নতুন পোস্ট নিয়ে আসব আপনাদের সামনে  আরো নতুন নতুন পোস্ট পেতে আমার ব্লগ থেকে ফলো করুন।


Post a Comment

0 Comments