কিভাবে আপনি একটা ফ্রী তে একটি ওয়েবসাইট খুলবেন।




আপনাদের আজ বলবো কি করে একটা ফ্রি তে ওয়েবসাইট বা ব্লগ খুলবেন ।আজ কে আমি একদম সাধারন ভাষার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো ।
যদি ভালো ভাবে আপনি আমার পোস্ট টা পড়েন তাহলে নিশ্চই বুঝতে পারবেন। তো পোস্ট লিখার আগে ও পরে একটাই কথা বলতে চাই যদি পোস্ট পরে কোনো সাহায্য পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।


BLOGSPOT SITE/WEBSITE:


তো প্রথমেই আপনাদের কে ব্লগারে হোক ওয়েবসাইট দুটার মধ্যে একটাই সাইট খুলে নিবেন । যদি যারা সাইট খুলতে না জানেন তার জন্য একটা পোস্ট খুব তারা তারি করবো ।
ব্লগস্পট বা ওয়েবসাইট এ সাইট খুলার পর আপনাদের যা যা করতে হবে।

পোস্ট(POST)


প্রথমেই আপনাকে কিছু পোস্ট করে নিতে হবে যাতে আপনার থিম টা ভালো করে সাজাতে সাহায্য করবে।আর পোস্ট গুলো কোনো কিছু থেকে কপি করলে হবে না তাহলে আপনার পোস্ট ইনডেক্স হবে না ও তার সাথে সাথে অ্যাডসেন্স এর অ্যাপ্রভ পাবেন না।তাই আপনার পোস্ট কে  ১০০ শতাংশ ইউনিক থাকতে হবে।আসা করি আমার লিখা পড়তে আপনাদের সম্মসা হয় নি।



পেজ(PAGES)


তো আপনাদের অ্যাডসেন্স পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেজ তৈরি করা যদি আপনি প্রাইভেসী পলিসি দিস্ক্লাইমের এবাউট মি কোনতাক্ট মি এই পেজ গুলি না দেন তাহলে আপনি কোনদিনই অ্যাডসেন্স এর অ্যাপ্রভ পাবেন না ।তাই আপনাদের এই ৪ টা  পেজ মাস্ট ভাবে তৈরি করতে হবে তাহলে নিশ্চই আপনি অ্যাডসেন্স APPROVED পাবেন।


থিম(Theme)


আপনার ব্লগ বা ওয়েবসাইট এর জন্য একটা থিম দরকার এটা ব্লগের একটা গুরুত্বপূর্ণ বিষয়   থিম আপনার ব্লগ কে বা ওয়েবসাইট কে ভালো ভাবে সাজাবে।আপনার সাইট টা দেখতে ভালো লাগবে এটাই হচ্ছে থিমের কাজ ।আর যে কোনো ধরনের কোড থিমের মধ্যে এডিট html করে বসাতে পারবেন।


(Settings) সেটিংস


এবার ব্লগ এর মূল বিষয় এ  চলে আসি এটাই ব্লগ এর লাস্ট স্টেপ এটাই আপনাকে সব কিছু সেটিং করতে হবে।


আপনি সেটিং এ গিয়ে আপনার discription অ্যাড করতে পারবেন।যার ফলে আপনার সাইট রাঙ্ক করবে ।
আপনার পেজ কে ভালো ভাবে রাঙ্ক করানোর জন্য সাইট ম্যাপ অ্যাড করতে পারবেন।
 যার মাধ্যমে আপনার পোস্ট ইনডেক্স হবে।আর গুগলে আপনার পোস্ট দেখতে পাবেন।


SEARCH CONSOLE (সার্চ কনসোল)

এটা হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট এর বড়ো ভাই যেমন বাড়ি বড়ো বাড়ির কাজ দেখে শুনে করে সেই রকম search console ও ব্লগ বা ওয়েবসাইট সাইট এর যদি কোনো এরোর আসে search console সেটা দেখে এবং ওয়েবসাইট এর পোস্ট কে ইনডেক্স করতে খুব তারা তারি সাহায্য করে । আপনার ভিজিটর কত আসছে আর কোন পোস্টের টপ রেজাল্ট আসছে সেটা search কনসোল দেখা দেখি করে আপনার পেজ কে রাঙ্ক করানোর পিছনে সার্চ কনসোল এর অবদান অনেক তাই আপনার সাইট কে যেনো সার্চ কনসোলের সাথে ভালো ভাবে অ্যাড করবেন যেনো কোনো ভুল না হয় তাহলে নিশ্চই আপনার ব্লগ বা ওয়েবসাইট রাঙ্ক করবে।


ADSENSE 



এইটা হচ্ছে আপনার পরিশ্যমের ফল ।মানে আপনি যে খাটা খাটুনি করলেন তার জন্য আপনার ত মজুরি লাগবে ।সেই মজুরি পাবেন আপনি অ্যাডসেন্স থেকে ।আপনাকে অ্যাডসেন্স এর অ্যাপ্রভ নিতে হলে মোটামুটি ২৫ টা পোস্ট করতে হবে।আপনার পোস্ট ইউনিক হতে হবে মোটামুটি ৫০০ শব্দের মধ্যে পোস্ট লিখতে হবে ।কোনো জায়গা থেকে কপি করলে চলবেনা। যদি আপনি এই সব মেনে চলেন তাহলে আপনার অ্যাডসেন্স apporve হবে ।যদি না মানেন তাহলে রিজেক্ট করে দেবে।