মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
তৃতীয় শ্রেণি।
১. তা মা তোর মেয়ের সারা গায়ে গহনা পড়িয়ে দিয়েছেন এ কথা কে বলেছেন .
উত্তর. একথা বলেছে চাষী .
২. সে থেকে গায়ের নাম সোনারগাঁ- গায়ের নাম সোনাগা কেন হলো?
উত্তর . কারন সেই নদীতে সোনা পাওয়া গেছিল সেজন্য গায়ের নাম সোনাগা।
৩. তোমরা কি ? মানুষ না পিশাচ? -- সোনার একথা বলার কারণ কি?
Ans-সোনার একথা বলার কারণ হলো কারণ এই গ্রামের মানুষরা নদীর জল কে নোংরা করত তার জন্য একথা বলা।
৪। সঙ্গে যেতাম তোর আমি জীবনভর-কেন কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারে না?
Ans-কারণ নদীর আঁকাবাঁকা কারণে কবি ছেলেদের সাথে জীবনভর যেতে চায় না বা পারেন না.
৫. এই প্রশ্নের উত্তর একটাই---- নদীর তীরে একা রচনা অনুসারে প্রশ্ন আর তার উত্তর টি লেখ।
উত্তর ---প্রশ্ন কবি অনেক নদীর তীরে একা একা কেন গিয়েছেন.
উত্তর---প্রকৃতি পড়ুয়া হওয়ার জন্য তার একা একা নদীর তীরে যাওয়া.
৬. আমাকে চমকে দিয়ে নৌকা নৌকা খুলে দিলে মনু--এবারে দেখা যাবে বলে লেখক আশা করেছেন?
উত্তর. লেখককে চমকে দিয়ে মনু নওগাঁ খুলে দেয়। লেখক আশা করে গাছপালা মাটির রং শামুক গুগলের খোলস ইত্যাদি ।
৭. আমরা শুধু যাব মা তিনজনে-- তিন জন কে কে ?তারা কোথায় যেতে চাই ?
উত্তর. তিনজন হলো -- 1. নৌকা যাত্রা 2. কবি 3. আশু শ্যামা।
তারা সাত সুমুদ্র ও তেরো নদী পার হয়ে যেতে চান।
৮. অঙ্গের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে লেখক একথা বলার কারণ বুঝিয়ে দাও?
উত্তর -লেখক এর ঢেউয়ের তালে তালে আঙ্গুরের চারিধারে নানা রঙের মাছ কচ্ছপ প্রবৃত্তি এসে হাজির.
৯. দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছে -ডিউক এর এভাবে ভেসে ওঠার কারণ লেখ।
উত্তর-রসগোল্লা খেয়ে খেয়ে খালি টিন ছুড়তে গিয়ে রস লেখককে গায়ে ছিটকে পড়ে তার জন্য লেখক পিঁপড়ের ভয় পুকুরে লাফিয়ে পড়ে তার জন্য ডিউক হাসতে থাকে.
১০. হঠাৎ কোথায় চললি রে?--- পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে?
উত্তর -- সেই উত্তরে বলা হয়েছে সে সান্টা ফের উদ্দেশ্যে চলেছে
মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি।
শূন্যস্থান পূরণ করো।
১.১ শোধন করা খনিজ তেল থেকে কোন কোন সুতো তৈরি উপাদান পাওয়া যায়।
১.২ বাড়ি তৈরীর জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হল তেল ,বালি।
১.৩ তোমার বাবার বড়ো ভাইয়ের স্ত্রী তোমার জেঠিমা হন।
২। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখ।
বাম স্তম্ভ। উত্তর ডান স্তম্ভ
২.১ পালকির বেহারা খ) লুপ্তপ্রায় জীবিকা.
২.২ ডাক্তার। গ) অ্যাপ্রোন।
২.৩ রাজমিস্ত্রি। ক) বাড়িঘর তৈরি
৩।
৩.১মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পড়ে।
উত্তর -কারণ বর্ষাকালে সিন্থেটিক শাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়.
৩.২ কি কি কারণে মানুষ ভাষার স্থান পরিবর্তন করে?
উত্তর-বন্যার জন্য, চাকরির উদ্দেশ্যে, ব্যবসার জন্য ইত্যাদি।
৪. দুটি তিনটি বাক্যে উত্তর দাও ।
৪.১ বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হয়?
উত্তর-গাড়ি চলাচলের জন্য শব্দদূষণ হয় ঘরবাড়ি ময়লা হয়ে যায় এছাড়া বড় বড় যানবাহন পেরোলে ঘরবাড়ি কাপে।
0 Comments