Hot Posts

6/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮(2018)। উচ্চমাধ্যমিক ২০১৮ সালের প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিক বাংলা নতুন সাজেশন ২০২২। High secondary new Bangla saggetion 2022

 

              

             উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র--2018

                  বাংলা 'ক; ভাষা (নতুন পাঠক্রম)

সময় ৩ ঘন্টা ১৫ মিনিট




১. অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও 

১.১ দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল ?তার এমন হয়ে যাওয়ার কারন কি?

১.২ এ সংসারে সবকিছুই চলবে বড় পিসিমা নিয়মে-- বড় পিসিমা কে? গল্পের চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?


২.অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও

২.১ শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখ। সে পরিবেশ কোন ঘটনায় করুন হয়ে উঠলো?

২.২ আমি তা পারি না ----কবি কি পারে না? যা পারি কেবল--- কবি কি পারেন?


৩.অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও

৩.১ বিভাব কথাটির সাধারণ অর্থ কি? নামকরণ কতখানি তাৎপর্য আলোচনা করো।

৩.২ আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় চাটুজ্জে মশাই --কেউ জানে না ?কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমায়?


৪.অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও

৪.১ কে আবার গড়ে তুলল এতবার-- কি করে তোলার কথা বলা হয়েছে? এ প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন?

৪.২ অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর-- ঘটনাটি লেখ প্রথমে বিশ্বাস করেননি কেন? পড়ে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল?


৫.অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও

৫.১ জেলখানায় সাপাহারে তিন তলা সমান এটা হাঁটুর ওপর--- কোন জেলখানা? সেখানে সাধারণ কর্মীদের উপর কি রকম অত্যাচার করা হতো?

৫.২ সিরাজ উদ্দিন তালুকদারের নিরঙ্কুশ শাসন! শাসন সম্পর্কে জানিয়েছেন তা নিজের ভাষায় লেখ!


৬.অনধিক ১৫০ শব্দের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও 

৬.১ অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও?

৬.২ শব্দার্থের উপাদান মূলক তত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো 

৭.অনধিক ১৫০ শব্দের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও 

৭.১ বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো?

৭.২ চিত্রকলা চর্চায় আচার্য নন্দলাল বসুর নিম্নরূপ করুন?

৭.৩ বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবদান আলোচনা করো?

৭.৪ আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল?

 সংক্ষেপে বাঙালি বুঝতে চর্চার পরিচয় দাও?

৮! নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করার নির্দেশ অনুসারে কমবেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো!

৮.১ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো?


++++++



৮.২ প্রদত্ত অনুচ্ছেদটি কে প্রস্তাবনা ভূমিকাসহ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে প্রতিদান এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো:

                                  পল্লিসাহিত্য 

রূপকথা পল্লী গাঁথা ছাড়াই প্রভৃতি দেশে আলো জলবাতাসে মধুচক্রের সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু-মুসলিম অন্য ভেদ নাই যেমন মাতৃস্তন্য সন্তান মাত্রে অধিকার সেই রূপে পল্লিসাহিত্য পল্লিজননী হিন্দু-মুসলমান সকল সন্তানের সমান অধিকার এক বিরাট পল্লিসাহিত্য বাংলায় ছিল তারপর কিছু আছে সময়ের পরিবর্তনে ধ্বংসের পথে দাঁড়িয়েছে সেখানে তার আগে লোক ছাড়া সেগুলি আর কেউ আদর করে না।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সাপেক্ষে যুক্তি ক্রমবিন্যাস করে প্রবন্ধ রচনা করে!

বিতরকের বিষয় দূরদর্শন মানবজীবনকে সমস্যায় জর্জরিত করে তুলছে।

মতের পক্ষে দূরদর্শন এর অপকারিতা নিয়ে অনেক কেই সোচ্চার এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলছে নানা ধরণের অনুষ্ঠানে আকর্ষণ এবং মানুষ এখনো অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে তাদের নিত্যপণ্যের শিক্ষার প্রয়োজনীয়তা। এর কোন কোন অনুষ্ঠানে থাকে নৈতিক অধপতনের বিচ বর্তমান সমাজে কিশোর অপরাধের সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শন কে দায়ী বলে মনে করেন তাই বলা যায় দূরদর্শন মানুষ জীবনের যত আনন্দ আয়োজন হয়ে থাকে তার কুপ্রভাব কোন অংশে কম নয়।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করুন?

                          নারায়ন গঙ্গোপাধ্যায় 

জন্ম : 4 এ ফেব্রুয়ারি 1918, দিনাজপুর

পিতা : প্রমথনাথ গঙ্গোপাধ্যায়

শিক্ষা : দিনাজপুর জেলা স্কুল ফরীদপুর রাজেন্দ্র কলেজ বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিএ পাস কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ডিফিল

কর্মজীবন : জলপাইগুড়ি কলেজ সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা।

সাহিত্যকীর্তি : উপনিবেশ শিলালিপি পদসঞ্চার লালমাটির চারমূর্তি টেনিদার জার্নাল প্রবৃত্তি।

মৃত্যু: 6 নভেম্বর 1970 কলকাতা।

                       বিভাগ ক নম্বর 30

1. সঠিক উত্তরটি নির্বাচন করো

১.১ যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি ছিল

১.২ টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল

১.৩ এক গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটি কি?

১.৪ চাষাভূষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রত্যেকটা করছিল কিসের?

১.৫ মেজো আর ছোট জন্য 12 মাস কোন চাল রান্না হয়

১.৬ মেঘ মদির মহুয়ার দেশ আছে--- 

১.৭ জানিলাম এ জগৎ _______ 

১.৮ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ-------- 

১.৯ তাই বলি গাছ তুলে আনো কফি গাছ বসাতে চান কোথায়?

১.১০ সেক্ুয়াল দিকে এগুলো হঠাৎ একটা প্রশ্ন জাগলো মনে---প্রশ্নটিই কি?

১.১১ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন+--- 

১.১২ রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন-- 

১.১৩ হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ----- 

১.১৪ বাংলার প্রথম ধ্রুপদ রচনা কে করেন?

১.১৫ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি--- 

১.১৬ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব--- 

১.১৭ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়?

১.১৮ দারুন শব্দের আদি অর্থ কি?

২/অনধিক ২০ শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও 

১. তাহলে উৎসবের বুকে সত্য হাতিরবল থাকত আজ- কি হলো এমন হতো?

২. অমিত খুব দুঃখের তপস্যা এ জীবন ---কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন?

৩. ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলেও কবি কি মনে হবে?

৪. নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো নদীতে কেন নাম ল?

৫. সেটা সবাইকে অবাক করেছিল-- সবাই অবাক হয়েছিল কেন?




 












Post a Comment

0 Comments