বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন:পরিচিত ও অনুশীলন
                   আমাদের পরিবেশ


1. জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়?

গ) জলেরজলের কল খুলে রেখে দেয়া।

২.  নিচে বাড়ি এডা মানচিত্র দেয়া আছে বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে?



গ) দক্ষিণ দিকে।

৩. শীতকালে কোন ধরনের পোশাক পড়লে আরাম পাবে?

উত্তর:- ঘ) সোয়েটার

৪. ভূমিকম্প প্রবণ অঞ্চল কোন ধরনের বাড়িতে আসলে সুবিধে?

খ) কাঠের বাড়ি

৫. নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে?

ঘ) গ্যাস


৬. পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই রাস্তার ধারে ফলের দোকানে নানা রকমের ফল আছে। তেষ্টা মেটাতে তুমি সবচেয়ে আগে কোন ফলটা খেতে চাইবে?

ঘ) ডাব

৭. তোমার ইন্দ্রিয় গুলো নানানভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যথাযথ নয় তা চিহ্নিত করো?

ঘ) অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয়.

৮. রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়?

গ) মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরনো।

৯. ঠিক জোড়াটি নির্বাচন করুন.


ক) ফুলকপি-ফুল

১০. তোমাদের ঘরে অনেক পুরোনো খবরের কাগজ জমা হয়েছে কি করলে পরিবেশ দূষিত হবে না তোমার ঘর খালি হবে আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে ?


গ) পুরন খবরের কাগজের দোকানে বিক্রি করে।

১১. ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে বাড়ীর চাল ছোঁয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদান ব্যবহার করা হয়েছে?


খ) খর

১২. তোমার বন্ধু সুজয় পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হল রেখা চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর দাও?
সুজয় কাকা বিয়ের পর তার একটি মেয়ে হল সুইটের বাবা বাচ্চা মেয়েটির কে হন?


গ) জেঠু



                    বাংলা


ভাগ 1 নিচে দেওয়া শুরু করুন;


মানুষ একমাত্র প্রাণী চারিদিকের বন্দি যে বাঁধা নয়। মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে নিজের খাবার নিজেই ঘটাতে পারে তারপরে শত্রু চোখে ধুলো দিয়ে পালাতে।
মানুষের না আছে বাঘের মতো বড়-বড় থাবা না আছে গন্ডারের মত বর্ম  সাপের মত বিসদাত। সিংহ বা হাতের পাশে মানুষকে মনে হবে তালপাতারসেপাই। তবুও সে জলে স্থলে আকাশে ইচ্ছামত ভেসে উড়ে যেতে পারে। গরমে ঠান্ডা কে হার মানাতে পারে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারেনি রেলগাড়ির জাহাজের প্লেন জামাকাপড় বন্ধুকে অন্যান্য জীব জানোয়ারের টাকা দেয়। বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংস বেশি বুদ্ধিমান শিবগঞ্জে ভরসা কেবল তার নিজের হাত পা কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা চোখে দূরবীন বা অণুবীক্ষণ।


নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও।



১. সিংহ বাঁহাতের পাশে মানুষকে যা মনে হবে


উত্তর:-তালপাতার সেপাই

২. জলে-স্থলে আকাশে ইচ্ছা মতো ছুটে যেতে পারে


উত্তর:-মানুষ

৩. বলবান বাঘের ভরসা


উত্তর:-নিজের মাংসপেশি

৪. গায়ের জোরে থাকে কাবু করা যায় না?


উত্তর:-মানুষ.

৫. হার এর বিপরীত শব্দটি হলো


B) জিত 

ভাগ 2- নিচে দেওয়া ছবিগুলো দেখুন

৬. ছবিগুলোতে মাংসাশী প্রাণী কে?


D)নেকড়ে

৭. ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে?


B) দুজন

৮. রাখাল গবাদিপশু চড়াচ্ছিল


A) পাহাড়ের কোলে

৯. নেকড়ে আক্রমণ করেছিল

B) ভেড়াকে

১০. ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা

A) দুইটি



পরের টা দ্বিতীয় পোস্টটিতে আছে তোমরা টা থেকে দেখে নেবে।আজ এই পর্যন্ত আসা করি উত্তর টা পেয়েছেন।