উচ্চমাধ্যমিক প্রশ্ন পত্র: ২০১৭(2017)
1.অনধিক ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১.১ যার আর নেই,যা ঝড় জল মাতলার গর্ভে গেছে? তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ।দুর্যোগটি বর্ণনা দাও। দুর্যোগটি উৎসব কে কিভাবে প্রভাবিত করেছিল
১.২ বুরীর শরীর উজ্জ্বল রোদে তপ্ত চিৎ হয়ে পড়ে রইল।
বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও? তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ?
2। অনধিক দেড়শ শব্দ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও
2.1 রূপনারানের কূলে জেগে উঠিলাম /কে জেগে উঠলেন ?জেগে ওঠার আসলে অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও?
2.2 আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল/নামুক মহুয়ার গন্ধ। আবার বলতে কার কথা বলা হয়েছে? এই কামনার কারণ কি?
3। অনধিক দেড়শো শব্দ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
3.1 তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন ?আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উত্তেজিত হয়েছিল? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন?
3.2 নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো?
4। অনধিক দেড়শ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও
4.1 বাইরে লেখে রাজার নাম /রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?কারা ,কেন পাথর ঘাড়ে করে এনেছিল?
4.2 চোখের জলটা তাদের জন্য! বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ?
5 অনধিক দেড়শ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ।
5.1 হঠাৎ একদিন কেঁপে উঠল কলের কলকাতা। কলকাতা কেঁপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে? কলকাতার কেঁপে ওঠার ফল কি হয়েছিল?
5.2 তাতে চেয়ারম্যানের চোখ কপালে উঠলো.
-চেয়ারম্যান কে তার চোখ কপালে ওঠার কারণ?
6। অনধিক দেড়শো শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
6.1 রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূল এর পরিচয় দাও?
6.2 শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ভাগে বিভক্ত ও কি কি যেকোনো একটি ভাগের উদাহরণসহ বুঝিয়ে লেখ?
৭। অনধিক দেশি শব্দ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও?
7.1 বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো
7.2 বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো
7.3 পট শব্দটির অর্থ কি এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো
7.4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান লেখ.
8। নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করার নির্দেশ অনুসারে কমবেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো।
8.1 নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো.
8.2 প্রদত্ত অনুচ্ছেদটি কে প্রস্তাবনা বাবু মি শোরুম গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিনিতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো.
বাংলা বইয়ের দুঃখ
মিলাদে অন্তত সামাজিকতার দিকটি হলো কই গেলে কিন্তু আমাদের দেশে এসে বালাই নেই ওদের বাড়িতে গ্রন্থাগার অভিজাত্যের পরিচয় ঘটে। শিক্ষিত সকলেরই বই কেনার অভ্যেস আছে না কিনলে হয়।
8.4 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো
মহাশ্বেতা দেবী
জন্ম: 14 ই জানুয়ারি 1926 ঢাকা
পিতা :মনীশ ঘটক ( যুবনাশ্ব)
শিক্ষা : রাজ শাহীন স্কুলে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ মেট্রিক পাস পড়ে MA
কর্মজীবন : পদ্মপুকুর ইনস্টিটিউশনের শিক্ষকতা ওয়েস্ট এন্ড টেলিগ্রাফ আপার ডিভিশন ক্লার্ক রমেশ মিত্র বালিকা বিদ্যালয় এবং কলেজ শিক্ষকতা।
সাহিত্যকর্মী: ঝাঁসির রানী অরণ্যের অধিকার হাজার চুরাশির মা স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প
পুরস্কার: মেগা সাঁইসাঁই সাহিত্য একাডেমী দেশিকোত্তম পদ্মা
মৃত্যু: আঠাশে জুলাই 2016 কলকাতা.
বিভাগ খ
1. সঠিক বিকল্পটি নির্বাচন করো
1.1 একই পথ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে
1.2 বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম
1.3 ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে?
1.4 অস্বচ্ছ জলরঙে আঁকা ছবি কে বলে
1.5 টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে
1.6 আমিওতো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলাম কে শহরে গিয়ে ছিলেন
1.7 আর মার্ডার ডুবে গেলে কেঁদেছিল?
1.8 তার নাকি দারুন বক্সঅফিস কিসের?
1.9 রজনীকান্ত বাবুর মধ্যে অভিনেতা স্টেজ থেকে নামলে
1.10 আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত
1.11 ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে ঘরে আসে
1.12 যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে
1.13 চোখ তো সবুজ যায়/ দেহ চায়
1.14 সূর্যের আলোয় তার রঙ কুসুমের মতো নেই আর কিসের রং
1.15 করিম ফরাজী একদা ছিলেন
0 Comments