মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির সাজেশন।মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির ইতিহাস সাজেশন।দশম শ্রেণির ২০২২ ইতিহাস সাজেশন ।ক্লাস টেন এর ইতিহাস সাজেশন
ইতিহাস (HISTORY)
সংস্কার,বৈশিষ্ট্যওপর্যালোচনা(দ্বিতীয় অধ্যায়)
১. বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারীদের অবদান লেখো
২.বামাবোধিনী পত্রিকায় উনিশ শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়?
৩. ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার মূলক কাজের পরিচয় দাও।
8. 'হুতোম প্যাঁচার নকশা ' গ্রন্থে সমকালীন বাংলা সমাজজীবনের পরিচয় দাও।
৫.পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজারামমোহন রায় ও ডেভিড হেয়ারএর অবদান আলোচনা করো।
6.সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো।স্বামী বিবেকানন্দের 'নব্য বেদান্তবাদ' আদর্শ ব্যাখ্যা করো।
৭. চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিক্যাল কলেজের অবদান লেখো।
৮. টিকা-নীলদর্পন নাটক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা।
৯. নারী মুক্তি ও বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
আট নম্বর এর প্রশ্নও
১.ব্রাহ্ম সমাজ বিভাজনের কারণ উল্লেখ করো।ব্রাহ্ম সমাজের বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও।
2.বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক বিশ্লেষণ করো।
3.প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে যাজানো লেখো।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
1. বাংলার ওয়াহাবি আন্দোলনের কারণ ও ফলাফল বর্ণনা করো।
2.মুন্ডা | সাঁওতাল/ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল লেখো।
৩. **টিকা- ঔপনিবেশিক অরণ্য আইন।
আট নম্বর এর প্রশ্নও
১.নীল বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করোওভারতের বিভিন্ন উপজাতিবিদ্রোহেরকারণওফলাফল আলোচনা করো।
সংঘবদ্ধতার গোড়ার কথা (চতুর্থ অধ্যায়)
১.গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যাঙ্গচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
2.ভারতের জাতীয়তাবোধের বিকাশে ' ভারতমাতা' চিত্রটির অবদান লেখো।
3. হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
4.মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো।
৫. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালী সমাজের কীরূপ মনোভাব ছিল?
৬. 'বর্তমান ভারত ' গ্রন্থটি কীভাবে দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল?
৭.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে মহাবিদ্রোহ |সামন্ত শ্রেণীর বিদ্ৰোহ বলে কেন?
৮.টিকা- ভারত সভা, জমিদার সভা।
আট নম্বর এর প্রশ্নও
1.আনন্দমঠ 'ও' গোরা 'উপন্যাস ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদ বিকাশে কীরূপ ভূমিকা পালন করেছিল?
2.সংক্ষেপে সিপাহী বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো ৷
3.লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও।
বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়)
১.ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে সমালোচনা করেছিলেন? তার শিক্ষা চিন্তা ও দর্শন কেমন ছিল?
২.রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো।
৩.বিজ্ঞানচর্চার প্রসারে জগদীশ চন্দ্র বসু ও বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো।
৪.বাংলার ছাপাখানার বিকাশে 'U Ray find Sons' - এর ভূমিকা আলোচনা করো।
0 Comments