বাংলা উচ্চমাধ্যমিক প্রশ্ন পত্র-২০১৬
সময়: ৩ ঘন্টা ১৫ মিনিট
-- বিভাগ ---- ক#(নম্বর ৫০)---
১। অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১.১ নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোক কে বোঝানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা ?এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
১.২। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন । বাদা কাকে বলে ?উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি?
২। অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
২.১। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল ?তার পরিণতি কি হয়েছিল?
২.২। কালার দরকার শুধু গাছ দেখা- বক্তা কে ? তারগাছ দেখা দরকার কেন?
৩।অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.১।আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম -বক্তা মারাঠি তামাশা কি দেখেছিলেন ?বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন?
৩.২। অভিনেতা মানে একটা চাকর--- একটা জোকার, একটা ক্লাউন ।লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেয়া হল নাটক ওয়ালাদের একমাত্র বক্তব্য-- বক্তার কথার তাৎপর্য আলোচনা করো .
৪।অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৪.১। পাতায় পাতায় জয়/ জইয়তসবের ভোজ বানাত করা? পাতায় পাতায় কাদের জইউৎসবের ভোজ বানাত তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ হয়েছে।
৪.২! ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেলো, পাথরের চাঁই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ?ট্রেন কিভাবে থামানো হয়েছিল?
৫/অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫.১। কিন্তু হাতি বেগার আর চল না । হাতি বেগার আইন কি? তা চলো না কেন?
৫.২। তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন?
৬/অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৬.১। গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ?যেকোনো এক প্রকার উদাহরণসহ পরিচয় দাও?
৬.২। উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও।
৭/অনধিক ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৭.১। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করুন।
৭.২। বাংলার দুটি লোকসংগীত এর দ্বারা নাম লেখ। যেকোনো এক প্রকার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৭.৩। বাঙালির চিত্রকলা ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।
৭.৪। কলকাতা বাঙ্গালী প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাস এর নাম লেখ। সার্কাসে বাঙালি অবদান এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮। নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো।
৮.১। নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো।
৮.২। প্রদত্ত অনুচ্ছেদ টিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিনীতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো.
গাছের কথা।
বিজের অপর একটি কঠিন ঢাকনা তার মধ্যে বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়।বীজ এর আকার নানা প্রকার কোন টি অতি ছোট কোনটি বড়। বীজ দেখিয়া কত বড় হইবে বলা যায়না। অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মায়। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষক দিকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখাইছো। কিন্তু যত গাছপালা বন-জঙ্গল দেখো তার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই।
৮.৩। প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তি ক্রমবিন্যাস করে প্রবন্ধ রচনা করো:
বিতর্কের বিষয়: চলভাষ ছাড়া চলমান জীবন অচল।
মতের পক্ষে: আধুনিক গতিশীল যুগে প্রতিমুহূর্তে মানুষের কাছে মোবাইলফোন অবশ্য প্রয়োজনীয় উপাদান---- প্রায় ছায়াসঙ্গী বলা যায় জীবনের প্রতি মুহূর্তে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনই তা পূরণের জন্য মোবাইলফোন অপরিহার্য অত্যন্ত দ্রুতগতিতে আধুনিক জীবনে সময়ের মূল্য সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ছাড়া চলেনা কেবল যোগাযোগের মাধ্যমে 9 মোবাইলফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য সম্ভার হাতের মুঠোয় এনে দেয়।
৮.৪। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো:
স্বামী বিবেকানন্দ
জন্ম : 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার সিমলায়।
পিতা : বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত
মাতা : ভুবনেশ্বরী দেবী
শিক্ষাজীবন: যোগ্য মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ।
রামকৃষ্ণের সানিধ্য : দক্ষিণেশ্বরের রামকৃষ্ণর নির্দেশে চিত্রগ্রহণ তার শিষ্যত্ব গ্রহণ 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেবের পর বরানগর রামকৃষ্ণ মঠ স্থাপন
কর্মজীবন: 1 893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা ইংলিশ ভ্রমণ আঠারোশ সত্নব্বই খ্রিস্টাব্দের স্বদেশে প্রত্যাবর্তন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা.
উল্লেখযোগ্য রচনা : পরিব্রাজক ,প্রাচ্য-পাশ্চাত্য ,বর্তমান ভারত.
মৃত্যু: হাজার 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই।
বিভাগ- খ +
১। সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখ:
১.১ একটি তড়িত ধনী হল
১.২ মোহনবাগান ক্লাব গঠিত হয়
১.৩ হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন -কি হওয়ার কথা বলা হয়েছে
১.৪ হ্যাঁ বল্লব ভাই বলে গেছেন
১.৫ সবুজের অনটন ঘটে
১.৬ সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে
১.৭ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল।
১.৮ একসময় দাগী ডাকাত ছিল
১.৯ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে
১.১০ গোষ্ঠ শব্দের আদি অর্থ গবাদিপশুর থাকার জায়গা এবং বর্তমানে উত্তরসমূহ শব্দার্থ পরিবর্তনের কোন ধারা
১.১১ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন
১.১২ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন.
১.১৩ এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম
১.১৪ নিহত ভাইয়ের শবদেহ দেখে কোভিদ মনে জাগে
১.১৫ ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আদেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো
১.১৬ সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে
১.১৭ বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল
১.১৮ উৎসবকে বড় বাড়ি তে কে নিয়ে এসেছিল
২। অনধিক কুড়িটি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও।
২.১ উৎসব তাড়াতাড়ি হাত চালাও - কেনো?
২.২ বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে ।
২.৩ এখানে অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে শুনি ---বক্তা কিসনে
২.৪ চিনিনা আপনাকে-- কবি কিভাবে নিজেকে চিনলেন
২.৫ থিসরাস কি?
২.৬ ধ্বনিমূল এর অবস্থান বলতে কী বোঝো?
২.৭ পৌঁছে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে?
২.৮ বক্সঅফিস বলেও তো একটা কথা আছে না কখন কথাটি বলেছেন?
২.৯ সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি অনুসন্ধান কোন সন্ধার কথা বলা হয়েছে?
২.১০ সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল?
২.১১ আমি তা পারি না বক্তা কি পারেনা?
২.১২ সঞ্জননি ব্যাকরণ কি বা কাকে বলে?
MCQ ANSWARE:
0 Comments